ফ্রান্সে নারীর প্রতি সহিংসতা বন্ধে হাজারো মানুষের বিক্ষোভ

নারীর প্রতি সহিংসতার জেরে শনিবার ফ্রান্সজুড়ে হাজারো মানুষ শীত উপেক্ষা করে রাস্তায় বিক্ষোভ করে। এ সময় তারা আরও সরকারি পদক্ষেপ ও অর্থ বরাদ্দের দাবি জানায়। খবর বাসসের।

প্যারিস থেকে এএফপি খবর জানায়। প্যারিসে আয়োজকদের হিসাবে প্রায় ৫০ হাজার মানুষ এবং পুলিশের হিসাবে ১৭ হাজার মানুষ মিছিল করে। তারা স্লোগান দেয়, গান গায়, নাচে ও নানা প্ল্যাকার্ড প্রদর্শন করে। প্রায় ৬০ সংগঠনের সমন্বয়ে গ্রেভ ফেমিনিস্ত (নারীবাদী ধর্মঘট) নামে কর্মসূচি পালন করা হয়। নু তুতে নামের নারীবাদী জোটের বিতরণ করা একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ফ্রান্সে প্রতি আড়াই দিনে একজন পুরুষ একজন নারীকে হত্যা করে। আরেকটিতে লেখা, প্রতি ১০ জন ধর্ষণের শিকার নারীর মধ্যে ৯ জনই তাদের ধর্ষককে চেনে।

জাতীয় নারীনিধন ভুক্তভোগী ফেডারেশনের সভাপতি সিলভাইন গ্রেভিন বলেন, এখন ২০২৫, এখনো কি আমাদের মৃত নারীদের গুনতে হবে? তার বোন ২০১৭ সালে নিহত হন। অন্য শহরগুলোতেও শত শত মানুষ শীতে বিক্ষোভে অংশ নেয়। চারপাশ ভরে যায় বেগুনি রঙে, যা নারীবাদের প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *