প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ছবি নিয়ে বিতর্ক, প্রেস সচিবের জবাব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সেই অনুষ্ঠানে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তোলা ড. ইউনূসের একটি ছবি শনিবার ফেসবুকে প্রকাশ করা হলে, কিছু মহল তা নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করে।

এ বিষয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিতর্কের জবাব দেন। তিনি লেখেন, “মার্কিন কর্তৃপক্ষ শুক্রবার নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার কন্যার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ছবি পাঠিয়েছে। সাধারণত হোয়াইট হাউস সংবর্ধনা অনুষ্ঠানের কয়েক দিন পর এই ধরনের ছবি প্রকাশ করে, তাই ২৩ সেপ্টেম্বরের সংবর্ধনার তিন দিন পর ছবিটি প্রকাশিত হয়েছে।”

পোস্টের শেষ অংশে শফিকুল আলম নিন্দুকদের উদ্দেশে কটাক্ষ করে লিখেছেন, “আমি এমন কিছু মানুষকে চিনি, যারা ছবিটি নিয়ে মিথ্যা কথা ছড়াচ্ছেন। তাদের জন্য আমার বার্তা—আপনি আবুল হলে, আপনার আবুলত্ব দূর করার দায়িত্ব কর্তৃপক্ষের না।”

এছাড়া, জানা যায় যে, রাষ্ট্রনেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে অধ্যাপক ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেই সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে প্রমুখ।

এদিকে, অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে ভাষণ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *