জাপান এই সপ্তাহেই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর অনুমোদন দিতে যাচ্ছে। বুধবার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
২০১১ সালের ভয়াবহ ফুকুশিমা বিপর্যয়ের পর দেশটির সব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। তবে জ্বালানি নিরাপত্তা এবং আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সম্প্রতি টোকিও পারমাণবিক শক্তি পুনরুজ্জীবনে জোর দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রকে উদ্ধৃত করে কাইয়্যেদু নিউজ এবং নিক্কেই বিজনেস ডেইলি জানিয়েছে, কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি এই সপ্তাহেই স্থানীয় গভর্নরের কাছ থেকে পুনরায় কার্যক্রম শুরুর অনুমোদন পেতে পারে।
মধ্য নিগাতা প্রদেশের গভর্নর হিদেয়ো হানাজুমি শুক্রবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে ধারণা করা হচ্ছে।
কাশিওয়াজাকি-কারিওয়া কেন্দ্রের সাতটি চুল্লির মধ্যে আপাতত কেবল একটি চুল্লি পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে। ২০১১ সালের সুনামি ও ফুকুশিমা দাইচি দুর্ঘটনার পর জাপানের জনগণের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয় এবং দেশটি সব চুল্লি বন্ধ করে দেয়।