জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছেন ভারতীয় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশ করার সময় ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর সাংবাদিক তাকে সীমান্ত সন্ত্রাস নিয়ে প্রশ্ন করেন, “প্রধানমন্ত্রী শরিফ, আপনারা কবে সীমান্ত সন্ত্রাস বন্ধ করবেন?”। প্রথমে শাহবাজ শরিফ প্রশ্নটি এড়িয়ে গেলেও, তিনি প্রবেশপথ পেরোনোর পর পেছনে ফিরে সংক্ষিপ্তভাবে জবাব দেন, “আমরা সীমান্ত সন্ত্রাসকে পরাজিত করছি। আমরা তাদের পরাস্ত করছি।”
এখন, এই সংক্ষিপ্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
এদিকে, চলতি বছরের শুরুতে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় পেহেলগামে হামলার পর, যেখানে ২৬ জন প্রাণ হারান। এর প্রতিশোধ হিসেবে ভারত “অপারেশন সিঁদুর” নামে একটি অভিযান শুরু করেছিল। দুপক্ষের মধ্যে যুদ্ধে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছিল, তবে যুদ্ধ পূর্ণাঙ্গ রূপ নেওয়ার আগেই উভয়পক্ষ অস্ত্রবিরতিতে রাজি হয়।
শাহবাজ শরিফের উত্তর এবং তার প্রকাশিত ভিডিওটি বিশেষভাবে নজর কেড়েছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।