যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং বিদেশি গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার পদক্ষেপ নিচ্ছে। এই পদক্ষেপটি অবৈধ অভিবাসন রোধের জন্য ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রস্তাবিত হয়েছে।
বুধবার জারি করা একটি সরকারি নির্দেশনায় এই পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এফ ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারীদের জন্য জে ভিসা, এবং গণমাধ্যম কর্মীদের জন্য আই ভিসার মেয়াদ একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বর্তমানে এই ভিসাগুলি সংশ্লিষ্ট কর্মসূচি বা কর্মসংস্থানের মেয়াদ পর্যন্ত বৈধ থাকে।
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে এফ ভিসার আওতায় প্রায় ১৬ লাখ শিক্ষার্থী ছিলেন, এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অধীনে ৩ লাখ ৫৫ হাজার অতিথি ও ১৩ হাজার গণমাধ্যম কর্মী ভিসা পেয়েছিলেন। নতুন নিয়ম অনুসারে, শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসা সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত বৈধ থাকবে, আর সাংবাদিক ভিসার মেয়াদ সর্বোচ্চ ২৪০ দিন, তবে চীনা নাগরিকদের জন্য এটি ৯০ দিন হবে। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য নতুন করে আবেদন করা যাবে।
ট্রাম্প প্রশাসন বলেছে, এই পরিবর্তনগুলি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিসাধারীদের কার্যকরভাবে পর্যবেক্ষণ ও দেখাশোনার জন্য আনা হচ্ছে। জনগণকে এই পদক্ষেপ সম্পর্কে মতামত দেওয়ার জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের শেষদিকে একই ধরনের প্রস্তাব আনা হয়েছিল, কিন্তু তখন আন্তর্জাতিক শিক্ষকদের সংগঠন এনএফএসএ এর পক্ষ থেকে তা বাতিলের দাবি জানানো হয়। বাইডেন প্রশাসন ২০২১ সালে সেটি প্রত্যাহার করেছিল।
এদিকে, ২২ আগস্ট ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস জানিয়েছে, তারা নাগরিকত্বের আবেদনকারীদের দীর্ঘদিন বন্ধ থাকা পরিদর্শন পুনরায় শুরু করবে, যেখানে আবাসন, নৈতিক চরিত্র এবং আমেরিকান মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতি যাচাই করা হবে।