যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, রাশিয়া ও চীনের মধ্যে সাম্প্রতিক ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সমালোচনা করেছেন। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ স্যাশালে’ এক পোস্টে বলেন, “মনে হচ্ছে আমরা ভারত এবং রাশিয়াকে চীনের অন্ধকারের দিকে হারিয়ে ফেলেছি।” তিনি আরও বলেন, “তারা একসঙ্গে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ুক, এই কামনা করি।”
এ পোস্টটি ট্রাম্প সেই সময় দেন, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে একসঙ্গে উপস্থিত হন। সেখানে শি, মোদী এবং পুতিনের একটি ছবি শেয়ার করে ট্রাম্প পোস্টটি করেন।
এই সম্মেলনটি নিয়ে ট্রাম্প ইতিপূর্বে কটাক্ষ করেছেন। তিনি ভারত, রাশিয়া এবং চীনের সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যদিও চীনের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে মার্কিন প্রশাসন অনেক সময়ই বিরোধী মনোভাব পোষণ করে।
ট্রাম্পের সময়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ, বিশেষ করে ভারতের রাশিয়া থেকে তেল কেনার কারণে মার্কিন শুল্ক আরোপের পর। এমন পরিস্থিতিতে চীনের সাথে ভারতের সম্পর্ক আরও গভীর হচ্ছে এবং চীন ভারতকে মার্কিন বাজারের বিকল্প হিসেবে আহ্বান জানিয়েছে।
এছাড়া, ট্রাম্প আগেও বলেছেন যে, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ওপর ‘খুব হতাশ’, তবে রাশিয়া–চীন সম্পর্কের উষ্ণতায় তার কোনও উদ্বেগ নেই।