জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ১৪২টি সদস্যদেশ ভোট দিয়েছে, যা “নিউইয়র্ক ঘোষণা” নামে পরিচিত। শুক্রবার নিউইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি সমর্থন করেছে অধিকাংশ দেশ, তবে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে।
এই প্রস্তাবে ফিলিস্তিন-ইসরাইল দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় তৎপরতা বাড়ানোর পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর হামাসের সংশ্লিষ্টতা না থাকার কথা বলা হয়েছে। প্রস্তাবটি উত্থাপন করেছিলেন ফ্রান্স ও সৌদি আরব। এর মধ্যে ভারত ও উপসাগরীয় আরব দেশগুলোও সমর্থন দিয়েছে।
তবে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল প্রস্তাবটির তীব্র বিরোধিতা করেছে। ইসরাইলি রাষ্ট্রদূত এটিকে “বাস্তববতা বিবর্জিত” আখ্যা দিয়েছেন এবং বলছেন, এটি শান্তি আলোচনা বাধাগ্রস্ত করবে।
প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলো হলো— আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে এবং টোঙ্গা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরাইল গাজায় নৃশংস হামলা চালাচ্ছে। জাতিসংঘের প্রস্তাবে হামাসের নিন্দা জানানো হয়েছে এবং অস্ত্রসমর্পণ করতে বলা হয়েছে।
ভোটাভুটি অনুষ্ঠিত হলো এমন এক সময়ে, যখন চলতি মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সাধারণ পরিষদের অধিবেশন ২২ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে ১৯৩টি সদস্যদেশের মধ্যে ১৪৯টি দেশই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।