’কানাডার ওপর বিরক্ত ট্রাম্প’


কানাডার সাথে বাণিজ্য আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন মন্তব্য করেছেন হোয়াইট হাউজের উপদেষ্টা কেভিন হ্যাসেট।

শুক্রবার (২৪ অক্টোবর) এমন তথ্য উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

কেভিন হ্যাসেট বলেন, দীর্ঘদিন ধরেই কানাডার বিভিন্ন পদক্ষেপে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। এতদিন ধৈর্য ধরে থাকলেও, এখন আর সেটি সম্ভব নয়। প্রেসিডেন্টের এই হতাশা একদিনে তৈরি হয়নি। আমি নিজেও এই আলোচনাগুলোর কয়েকটিতে যুক্ত ছিলাম। 

তিনি আরও বলেন, কানাডিয়ানদের সাথে আলোচনা করা সত্যিই কঠিন। বিশ্বের অন্যান্য অনেক দেশের সঙ্গে আমরা এরই মধ্যে চুক্তি করেছি। এটা স্পষ্ট যে, বিষয়টি কেবল একটি বিজ্ঞাপন নিয়ে নয়; বরং দীর্ঘদিন ধরে জমে থাকা হতাশার প্রতিফলন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *