কাতারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেছেন। গত মাসে দোহায় ইসরাইলের নজিরবিহীন হামলার পর এই আদেশ দেওয়া হলো।
নির্বাহী আদেশে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে, কাতারের ভূখণ্ডে যদি আবার কেউ হামলা করে, তবে যুক্তরাষ্ট্র এটি নিজের ওপর হামলা হিসেবে গণ্য করবে এবং সেসময় যথাযথ প্রতিক্রিয়া জানানো হবে।
গত ৯ সেপ্টেম্বর, কাতারের রাজধানী দোহায় ইসরাইলের হামলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এই হামলার পর কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন উঠেছিল। হামলায় কাতারের একজন নাগরিক নিহত হন। এর পর, গত সোমবার, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।
হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের সময়, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে এই ক্ষমা প্রার্থনা করা হয়।
কাতার দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনের গাজা অঞ্চলে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের মধ্যস্থতা করে আসছে। হামলার পর, ইসরাইল ক্ষমা না চাইলে কাতার তাদের মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দেয়।