এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫: আইআইইউএমে বিশাল সাফল্য

মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (আইআইইউএম)-এ সম্প্রতি অনুষ্ঠিত হলো এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ‘এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫’।

আইআইইউএম ওয়ার্ল্ড ডিবেট অ্যান্ড ওরেটরি সেন্টার (IWON) এবং ইংলিশ ডিবেট ক্লাব (EDC)-এর আয়োজনে ছয় দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১২টি দেশের ১১২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

বিজয়ের পথে BUP
এবারের আসরের আহ্বায়ক ছিলেন আইআইইউএমের বাংলাদেশি শিক্ষার্থী সুবাইতা আরওয়া, যিনি মালয়েশিয়ান সাব-কমিটির সঙ্গে সমন্বয় করে প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজন করেন। বিশেষ করে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ (EFL) ক্যাটাগরিতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে ফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন করেছে। BUP দলের সদস্যরা জানান, এটি তাদের জন্য একটি বিশাল প্রাপ্তি। একজন বিতার্কিক বলেন, “এই অভিজ্ঞতা আমাদের শুধু আত্মবিশ্বাস বাড়ায়নি, বরং বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের মেলে ধরার পথও সুগম করেছে।”

গ্র্যান্ড ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা
গ্র্যান্ড ফাইনালে দুটি ক্যাটাগরিতে মোট আটটি বিশ্ববিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। English as a Foreign Language (EFL) ক্যাটাগরিতে জাপানের ইউনিভার্সিটি অব সুকুবা শিরোপা জিতে নেয়, এবং ওপেন ক্যাটাগরিতে শিরোপা জয় করে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি

বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণ
এবারের প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ছাড়াও টোকিও, ওয়াসেদা, মালায়া, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব দ্য ফিলিপাইনস দিলিমানসহ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো।

সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার প্রদান
সমাপনী অনুষ্ঠানটি কুয়ান্তানের সুইচ বেলহোটেলে অনুষ্ঠিত হয়, যেখানে মালয়েশিয়ার উচ্চশিক্ষা উপমন্ত্রী দাতুক টিএস. মুস্তাফা সাকমুদ বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইউএম-এর ডেপুটি রেক্টর প্রফেসর দাতুক ড. মোহাম্মদ ফওজান নূরদিন, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এবং শিক্ষার্থীরা।

অভিজ্ঞতা ও ভবিষ্যৎ প্রস্তুতি
প্রতিযোগিতা শেষে BUP দলের আরেক সদস্য বলেন, “এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট আমাদের শুধু বিতর্ক নয়, সমালোচনামূলক চিন্তাভাবনা ও গবেষণার দক্ষতাও শাণিত করেছে। এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করবে।”

ভবিষ্যৎ নেতৃত্বের জন্য অনুপ্রেরণা
এই প্রতিযোগিতা প্রতি বছর ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস ডিবেটিং চ্যাম্পিয়নশিপ (WUDC)-এর আগে আয়োজিত হয়ে থাকে, যা তরুণ বিতার্কিকদের আন্তর্জাতিক অঙ্গনে প্রস্তুতির সুযোগ করে দেয়। এটি রাজনীতি, অর্থনীতি, কর্পোরেট এবং একাডেমিক ক্ষেত্রে ভবিষ্যত নেতৃত্ব বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

আইআইইউএম-এর অবদান
এবারের এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট ২০২৫ প্রমাণ করেছে যে, আইআইইউএম কেবল মালয়েশিয়ায় নয়, আন্তর্জাতিক পর্যায়েও একাডেমিক উৎকর্ষ ও বুদ্ধিবৃত্তিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *