মঙ্গলের গ্রহের বুকেই দাঁড়িয়ে আছেন দর্শনার্থীরা। অথচ, এর জন্য পাড়ি দিতে হচ্ছে না কোটি কোটি কিলোমিটার দূরের মঙ্গলে। পৃথিবীতেই সেই অভিজ্ঞতা এনে দিয়েছে চীন।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশের জিউচ্যাংয়ে গোবি মরুভূমির বুকে গড়ে তোলা হয়েছে মঙ্গলগ্রহের আদলে নির্মিত মার্স বেজ ওয়ান। স্পেস সায়েন্স ও প্রযুক্তির সমন্বয়ে গড়া এই থিম বেজ এখন ভ্রমণপিপাসুদের নতুন আকর্ষণ।
ফুটেজে দেখা যায়, মরুভূমির বুকে ফিউচারিস্টিক নকশায় তৈরি বেজ ক্যাম্প, ক্যাপসুল, স্যাটেলাইট লঞ্চ সেন্টার ও গবেষণা ল্যাবরেটরি। দর্শনার্থীরা এখানে এসে মহাকাশচারীদের মতো স্যুট পরে হাঁটতে পারেন, তাদের ব্যবহৃত যন্ত্রপাতি কাছ থেকে দেখতে পারেন এবং স্পেস লাইফের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
এক দর্শনার্থী জানান, মহাকাশচারীরা কতটা কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করেন, তা এখানে এসে অনুধাবন করতে পেরেছি। মাথা ঘুরেছে, অস্বস্তিও লেগেছে।
অন্য এক দর্শনার্থীর মতে, মঙ্গলের মধ্যাকর্ষণ অনুকরণে কোনো মেশিন থাকলে অভিজ্ঞতাটা আরও বাস্তব হতো।
প্রায় ৬৭ কিলোমিটার এলাকা জুড়ে নির্মিত এই বেজে রয়েছে রোভারের রেপ্লিকা, থ্রিডি প্রিন্টেড মার্শিয়ান বাসস্থান, নক্ষত্র দেখার তাঁবু, সিমুলেটেড রকেট লঞ্চার এবং হাইড্রোপনিক পদ্ধতিতে গাছপালা বেড়ে ওঠার প্রদর্শনী।
শিক্ষা, বিনোদন ও গবেষণার অনন্য সংমিশ্রণে গড়ে ওঠা এই প্রকল্প এখন চীনের ভবিষ্যৎ স্পেস এডুকেশনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনেকের মতে, পৃথিবীর বুকেই মঙ্গলে হাঁটার এই অভিজ্ঞতা শিশু-কিশোরদের মহাকাশবিজ্ঞানের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।
চীনের এই উদ্যোগ প্রমাণ করছে মঙ্গলে যাওয়ার স্বপ্ন এখন আর কল্পনা নয়, বরং এক অনন্য বাস্তব অভিজ্ঞতা।