তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে একত্রিত হয়ে বৈশ্বিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শনিবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক শেষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, শুক্রবার মিসর ও তুরস্ক উভয়ই ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। আঙ্কারা দাবি করেছে, এটি ইসরায়েলের ‘গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতির’ নতুন পর্যায়, এবং এই পরিকল্পনা ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ইসরায়েল, গাজায় তাদের কার্যক্রমের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে, তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান বলেন, গাজা দখল ও ফিলিস্তিনিদের উচ্ছেদ করার লক্ষ্যে ইসরায়েলি নীতি চলছে। তিনি আরও জানান, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে এই ইস্যুতে আলোচনার জন্য।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি বলেন, গাজায় বর্তমান পরিস্থিতি শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, বরং প্রতিবেশী দেশগুলোর জন্যও বিপজ্জনক। তিনি উল্লেখ করেন, ইসরায়েলের এই পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
ওআইসি এক বিবৃতিতে ইসরায়েলের এই পরিকল্পনাকে বিপজ্জনক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন উল্লেখ করে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানাতে এবং গাজা সংকটে সঠিক পদক্ষেপ নিতে বিশ্ব শক্তিগুলোর প্রতি আবেদন জানিয়েছে।