ইউরোপীয় নেতারা ওয়াশিংটনে পৌঁছানো শুরু করেছেন

হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে হতে যাওয়া এই বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেছেন, ‘‘আমরা এর আগে কখনও একসঙ্গে এতজন ইউরোপীয় নেতাকে পাইনি। আমেরিকার জন্য এটি বিশাল সম্মানের বিষয়। দেখা যাক ফলাফল কী দাঁড়ায়।’’ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার দুপুর ১টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) দিকে শুরু হতে যাওয়া ওই বৈঠকের আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন কমিশন প্রেসিডেন্টের সঙ্গে ভলোদিমির জেলেনস্কি ‘প্রস্তুতিমূলক বৈঠক’ করছেন।ওয়াশিংটনে যখন এই বৈঠকের প্রস্তুতি চলছে, তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে তিনি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। অন্যদিকে, এই সময়ে ইউক্রেনের কয়েকটি জায়গায় রাশিয়ার হামলায় অন্তত ১০ জন মারা গেছে। ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সময় সোমবার রাত ১১টার দিকে হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। ইউক্রেনের প্রতি সংহতি জানাতে এবং যুদ্ধ-পরবর্তী সমঝোতায় শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার দাবি তুলতে ইউরোপীয় নেতারাও ওয়াশিংটনে যাচ্ছেন। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর নেতাদের সঙ্গে হোয়াইট হাউসের ইস্ট রুমে বৈঠক করবেন। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক শুরু হবে স্থানীয় সময় বিকেল ৩টায়। যুক্তরাষ্ট্রে ইউরোপীয় নেতারা পৌঁছাতে শুরু করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের খোঁচা মেরে পোস্ট করেছেন ট্রাম্প। ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‌‌‘‘আমি কী করছি, সেটা আমি ঠিকই জানি। যারা বহু বছর ধরে এসব সংঘাত নিয়ে কাজ করেছেন; কিন্তু কিছুই থামাতে পারেননি, তাদের পরামর্শ আমার প্রয়োজন নেই।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *