আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে ৮০০ জনেরও বেশি নিহত, উদ্ধারকাজ চলছে

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় রোববার মধ্যরাতে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় অন্তত ৮১২ জন নিহত এবং ২৮০০ জনেরও বেশি আহত হয়েছেন। ভূমিকম্পের কেন্দ্র ছিল নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদের ২৭ কিলোমিটার উত্তরপূর্বে, কুনার প্রদেশের কাছে, যা পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের সীমান্তে অবস্থিত।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শারাফত জামান জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন। ভূমিকম্পের পর আরও তিনটি পরাঘাত অনুভূত হয়েছে। উদ্ধারকারীরা দুর্গত এলাকায় পৌঁছানোর জন্য দ্রুত কাজ করছেন, তবে দুর্গম পাহাড়ি এলাকা ও খারাপ যাতায়াত ব্যবস্থা উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, পাকিস্তান ও ভারতের কিছু অংশেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। কুনার প্রদেশের তিনটি গ্রাম এবং নানগারহার প্রদেশের বহু গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে এবং আহতদের হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

তবে, এখনও পর্যন্ত আফগান সরকারের পক্ষ থেকে কোনো বিদেশি ত্রাণ সহায়তা প্রাপ্ত হয়নি, যা উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *