চাঁদা চাওয়ার অভিযোগে ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে এনসিপি নেতা নিজাম উদ্দিন নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি সোমবার (১১ আগস্ট) একটি ভিডিওতে বলেন, গত এক থেকে দেড় মাস ধরে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে এবং তাকে রাজনৈতিকভাবে হেনস্তা করছে। ভিডিওতে নিজাম উদ্দিন জানান, ৩০ মে রাতে তার ছোট ভাই রিফাতের সঙ্গে দুষ্টুমি করে কথা বলেছিলেন, কিন্তু সেই কথাবার্তা নোংরা উদ্দেশ্যে ভিডিও করে ছড়ানো হয়েছে। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, যদি কেউ প্রমাণ দিতে পারে যে তিনি টাকা নিয়েছেন, তবে তিনি রাজনীতি ছাড়বেন।
নিজাম উদ্দিন আরও বলেন, প্রশাসন ও উচ্চতর পর্যায়ের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে অনুরোধ জানিয়ে বলেন, তারা ৩০ মে রাতে ঘটনার বিষয়টি ভালোভাবে তদন্ত করুক। তিনি দাবি করেন, তার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার জন্যই এই ষড়যন্ত্র করা হচ্ছে।
ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজাম উদ্দিনের সঙ্গে কথা বলতে দেখা যায়, যেখানে তারা আন্দোলন বন্ধের জন্য পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার বিষয়ে আলোচনা করেন। আফতাব হোসেন, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর কেন্দ্রীয় সমন্বয়ক, ওই কথোপকথনে অংশ নেন।
নিজাম উদ্দিন ঢাকা পোস্টকে জানিয়েছেন, তাকে ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে এবং এর আগেও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল, যা পরে প্রমাণিত হয়নি। তবে আফতাব হোসেন রিফাত দাবি করেছেন, তাকে জোর করে মারধর করে ফোনে কথা বলানো হয়েছে।
এর আগে, ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছিলেন রিয়াজুল জান্নাত নামের এক নারী। চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন নিজাম উদ্দিন। এর পরেই তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছিল, যদিও পরবর্তীতে তিনি পুনরায় সংগঠনে ফিরে আসেন।