হাটহাজারীতে অশ্লীল ছবি ছড়িয়ে ক্ষোভ, অভিযুক্ত গ্রেপ্তার

গতকাল শুক্রবার হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার (হাটহাজারী মাদ্রাসা) মসজিদের সামনে একটি অশ্লীল অঙ্গভঙ্গি করে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

আজ শনিবার বিষয়টি প্রশাসনের নজরে আসার পর ফটিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক আরিয়ান ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিয়ান ইব্রাহিম তার ফেসবুক আইডিতে নিজেকে ফটিকছড়ি ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে ছাত্রদল এই অভিযোগ অস্বীকার করেছে। ফটিকছড়ি ছাত্রদলের আহবায়ক একরাম উল্লাহ চৌধুরী জানান, আরিয়ান ছাত্রদলের সদস্য নন, সে সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে সংগঠনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং প্রশাসনকে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, অভিযুক্তের ফেসবুক আইডিটি ইতোমধ্যে ডি-অ্যাকটিভ করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন, “ঘটনার পরপরই থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এলাকার জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *