রাজধানীর হাইকোর্টের সামনে সড়ক থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিক্ষা ভবনের উল্টা পাশে একটি গাছের নিচে দুটি ড্রামে এই খণ্ডিত লাশ পাওয়া যায়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার শাহবাগ থানার ওসি খালিদ মনসুর। তিনি বলেন, প্রাথমিকভাবে লাশটি একজন পুরুষের বলে মনে হয়েছে। তবে নাম–পরিচয় এখনও জানা যায়নি।
তিনি জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে কে বা কারা লাশটা ফেলে গেছে তা শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে।