“হত্যাকাণ্ডের ইন্ধনদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি নিহত সাংবাদিক তুহিনের স্ত্রীর”
গাজীপুরে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্ত্রী ফরিদা বেগম বলেছেন, তাঁর স্বামীর হত্যাকাণ্ডে যারা ইন্ধন দিয়েছেন এবং ভাড়াটে খুনি দিয়ে তাকে হত্যা করেছেন, তাদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত।
মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফরিদা বেগম এ দাবি করেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে ৩৮ বছর বয়সী সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। সংবাদ সম্মেলনে ফরিদা বেগম বলেন, “হত্যাকাণ্ডের তদন্তে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য প্রকাশ করার জন্য আমরা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ। তাদের লেখা-লেখির মাধ্যমে অপরাধ উন্মোচন হয়েছে, যা না হলে সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো তদন্তের নামে নাটক সৃষ্টি হতে পারত।”
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “আজ আপনাদের সমর্থনে আমি কিছুটা সুস্থ ও শক্তি অনুভব করছি।” তিনি ১৫ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র জমা দিতে এবং মামলার বাদী, সাক্ষী, তার পরিবার ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া, তুহিন হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়ে ফরিদা বেগম বলেন, “আমরা এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত দেখতে চাই।”
সংবাদ সম্মেলনে দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম এবং আইনজীবী প্রশান্ত কুমারও উপস্থিত ছিলেন।