চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোপন ওয়্যারলেস বার্তা ফাঁসের অভিযোগে এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে খুলশী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত অমি দাশ খুলশী থানায় প্রেষণে কর্মরত ছিলেন এবং পুলিশ টেলিকম ইউনিটের সদস্য। তার গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়। বিষয়টি সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
মামলার পটভূমিতে বলা হয়, গত ১১ আগস্ট রাতে সল্টগোলা ক্রসিংয়ের কাছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ চলাকালে বন্দর থানার এক এসআই গুরুতর আহত হন। এরপর কমিশনার ওয়্যারলেসে পুলিশ সদস্যদের সর্তক বার্তা দেন, যাতে অস্ত্র ব্যবহারের নিয়মকানুন ও নিরাপত্তা বিষয়ে নির্দেশনা ছিল।
ওই গোপন বার্তা বাইরে ফাঁস হওয়ার খবর ছড়িয়ে পড়লে সিএমপির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উদ্বিগ্ন হন। দ্রুত তদন্তের মাধ্যমে কনস্টেবল অমি দাশকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।