সাবেক স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগে শফিকুল গ্রেপ্তার
ঢাকার কাফরুলে সাবেক স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করার ঘটনায় মো. শফিকুল ইসলাম কাজী (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
পুলিশ জানায়, ২০১৮ সালের ১৯ এপ্রিল শফিকুল ইসলাম ও সুমি আক্তার (২১) বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি পাঁচ বছর বয়সী ছেলে রয়েছে। পারিবারিক কলহের কারণে চলতি বছরের ৩০ জুন সুমি শফিকুলকে তালাক দেন। তবে তালাকের পরও দুজন পাশাপাশি বাসায় থাকতেন এবং সন্তান বাবার কাছেই ছিল।
গত ২১ জুলাই সন্ধ্যায় সুমি তার সন্তানের জন্য খাবার নিয়ে শফিকুলের বাসায় যান এবং তারা একসঙ্গে রাতের খাবার খান। পরে রাত ৩টার দিকে শফিকুল রুমে তালা দিয়ে সন্তানকে নিয়ে বাসা ছাড়ার চেষ্টা করেন। এ সময় ছেলের কান্না শুনে প্রতিবেশীরা বিষয়টি লক্ষ্য করেন।
পরদিন সকাল ৯টায় স্থানীয়দের উপস্থিতিতে বাসার মালিক তালা ভেঙে শফিকুলের ঘরে ঢুকে খাটের নিচে একটি বস্তার মধ্যে সুমির মরদেহ দেখতে পান। মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল।
ঘটনার পর কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের ভিত্তিতে শনিবার গভীর রাতে ডিএমপির একটি দল নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে নৌ-পুলিশের সহায়তায় শফিকুলকে গ্রেপ্তার করে। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।