চট্টগ্রামের পটিয়া উপজেলায় পাহাড়ের বাগানে কাজ করতে গিয়ে তিনজন অপহৃত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) সকালে কেলিশহর ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরবর্তীতে, শুক্রবার রাতের মধ্যে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ পেয়ে তাদের মুক্তি দেয় অপহরণকারীরা।
অপহৃতদের নাম হলো মো. নাছের (৪০), পলাশ শীল (৩৩) ও রাজু শীল (২৫)।
স্থানীয়রা জানান, সকালে কাজের জন্য তারা বাগানে পাহাড়ে যান, এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করে।
পলাশ ও রাজুর পরিবারের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা এবং নাছেরের পরিবারের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা বিকাশে আদায় করা হয়। রাত ১১টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়।
পলাশ শীলের ভাই বিপ্লব শীল বলেন, “তাদের মারধর করা হয়েছে এবং ফোনে হুমকি দিয়ে টাকা দাবি করা হয়, বলেছিল টাকা না দিলে তাদের হত্যা করা হবে।”
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।