ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগ্নে এবং ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) সকালে শ্যামকুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আটক তিনজনই মানব পাচারকারী চক্রের সদস্য বলে জানা গেছে, তাদের মধ্যে একজন রিয়াজ এবং অন্যরা ফয়েজ ও মিরাজ, সবাই পেপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজ উদ্দিন মোটরসাইকেলে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করেন এবং রিয়াজ উদ্দিন অভিযোগ করেন যে, মানবপাচারকারী চক্রের সদস্যরা তাকে তিন দিন ধরে আটকে রেখে তিন লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে নিয়েছে। পরে ইউপি সদস্য তরিকুল ইসলাম তরু পুলিশকে খবর দেন। মহেশপুর থানা পুলিশ এবং বিজিবি তাদের আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয়দের মতে, আটক রিয়াজ উদ্দিন মানব পাচারের সঙ্গে জড়িত ছিলেন এবং ২ মে বিএসএফের গুলিতে তিনি আহত হয়েছিলেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে একজন চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা, তার বাবা আবুল হোসেন ব্যাপারী। তিনি ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতা এবং তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।