চট্টগ্রাম: মীরসরাইয়ের জোরারগঞ্জে বিএসআরএম কারখানায় সশস্ত্র হামলা, ভাঙচুর, লুটপাট ও শ্রমিকদের হত্যাচেষ্টা ঘটনায় র্যাব ৫ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. তাজুল ইসলাম (৩০), মো. ইমন (২৬), মো. সাদেক হোসেন (৩০), মো. হাসান (২২) ও মো. মাহবুব (২৬)।
র্যাব-৭ জানিয়েছে, ১ আগস্ট স্থানীয় সন্ত্রাসী হক সাবসহ ১৮ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বিএসআরএম স্টিল রোলিং-২ ও স্টিল মেলটিং-২ কারখানায় হামলা চালায়। ডাকাতরা অফিস ভাঙচুর, লুটপাট ও শ্রমিকদের মারধর করে। এছাড়া, তারা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে বিপুল পরিমাণ লোহা, টিন এবং টাকা নিয়ে যায়। কারখানার ম্যানেজার মো. দেলোয়ার হোসেন মোল্লা এই ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাজুল ইসলামকে শনিবার (৩ আগস্ট) রাতে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে আরও ৪ জনকে আটক করা হয়, তাদেরকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।