বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজধানী ঢাকার বনানী এলাকায় ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি সিসা বারে ৩১ বছর বয়সী রাহাত হোসেন রাব্বি নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘটনাটি ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর ভবনে সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে রাব্বির সঙ্গে কথা কাটাকাটির সময় তার পরিচিত কয়েকজন যুবক তাকে পায়ে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, রাব্বি তার বন্ধুদের সঙ্গে সিসা বারে ছিলেন এবং কথার ঝগড়ার কারণে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্তরা রাব্বির পূর্বপরিচিত এবং তারা প্রায়ই সিসা বারে আসতেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত রাব্বির চাচাতো ভাই শাকিল শাজাহান ও ফুফু কাজল আক্তার জানান, রাব্বি ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন এবং মহাখালী এলাকার রবিউল আলম হাজারীর দুই ছেলের মধ্যে বড়। রাব্বি রাতে বন্ধুদের সঙ্গে বাইরে বের হয়ে আর বাসায় ফেরেননি। ভোরে তার মুঠোফোন থেকে এক বন্ধু জানান, রাব্বি ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শাকিল শাজাহান আরও বলেন, ভোরে ওই ভবনের সিঁড়ি দিয়ে নামার সময় মুন্না নামের এক পরিচিত যুবক ও তার সঙ্গী আরও কয়েকজন মিলে রাব্বিকে মারধর করে এবং একপর্যায়ে বাঁ ঊরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ শেখ জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে রাব্বির লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *