ফটিকছড়িতে মাহিন হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

ফটিকছড়িতে সপ্তম শ্রেণির ছাত্র মাহিন হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী এলাকা থেকে ধরা পড়েন ফারাজ উদ্দিন (২০)।

পুলিশ জানায়, আগে গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সেখানেই ফারাজ উদ্দিনের নাম উঠে আসে। এরপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ফারাজ উদ্দিন কাঞ্চননগর ইউনিয়নের দক্ষিণ কাঞ্চননগর এলাকার বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে।

এর আগে এ মামলায় এজাহারভুক্ত আসামি নোমান ও আজাদকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে বেড়াজালী বাদামতল এলাকার একটি বাড়ি থেকে ফারাজ উদ্দিনকে ধরা হয়েছে। দুই আসামির জবানবন্দি ও তদন্তে তার সম্পৃক্ততার তথ্য মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *