পাবনায় এক ব্যক্তি অভিযোগ করেছেন যে, তাঁকে বাসা থেকে তুলে নিয়ে কবরস্থানে আটকে রাখার পর তাঁর স্ত্রী ও মেয়েকে অপহরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে জেলা সদরের আরিফপুর কেন্দ্রীয় কবরস্থান এলাকার একটি ভাড়া বাড়িতে।
পুলিশ জানায়, শনিবার সকালে ভুক্তভোগী ওই ব্যক্তি পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তাঁদের স্ত্রী ও মেয়ের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সম্প্রতি এক নারীকে বিয়ে করেন এবং তার সৎ মেয়ে ১৩ বছর বয়সী। গতকাল রাত ৮টার দিকে তারা জেলা সদরের আরিফপুর কবরস্থানে ভাড়া বাসায় উঠেন। রাত ২টার দিকে কিছু দুর্বৃত্ত সেখানে এসে তাদের ফটকে ডাকাডাকি শুরু করে। দরজা না খোলায় তারা ঘরে ঢুকে ব্যাপক তছনছ করে। এরপর ওই ব্যক্তিকে বের করে নিয়ে পাশের কবরস্থানে আটকে রাখে। ভোরে তাঁকে ছেড়ে দেওয়ার পর বাসায় ফিরে দেখেন, তাঁর স্ত্রী ও মেয়ে নেই।
এ ঘটনার পর বাড়ির মালিক শেলী আক্তার জানান, তাঁরা রাত ৮টার দিকে বাসায় উঠেছিলেন এবং পরের দিন সকালে বিষয়টি জানার পর কিছু বুঝতে পারেননি। প্রতিবেশীরা জানিয়েছেন, ভোরে দুই নারীকে টেনে-হিঁচড়ে নিয়ে যেতে দেখেছেন, তবে তাদের পরিচয় বা উদ্দেশ্য কেউ জানেন না।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ, ডিবি ও র্যাব সদস্যরা নিখোঁজ মা-মেয়েকে উদ্ধারে কাজ শুরু করেছে এবং দ্রুত তদন্ত শেষ হবে বলে আশা করছেন।