বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি এবং দখলবাজিসহ বিএনপি’র নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই পদক্ষেপ কার্যকর থাকবে।
উল্লেখ্য, সিলেটের ভোলাগঞ্জ এলাকার সাদা পাথরের লুটের ঘটনায় স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদের সংশ্লিষ্টতা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। পর্যটনকেন্দ্রটির অবস্থা বর্তমানে বিপর্যস্ত, এবং সরকারিভাবে পাথর উত্তোলন বন্ধ করার বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা বৃদ্ধি পেয়েছে। পরিবেশবিদরা আশঙ্কা করছেন, যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে দেশের অন্যতম পরিচিত পর্যটন স্পট সাদা পাথর বিলীন হয়ে যেতে পারে।