পটিয়ায় গোপন সংবাদে র্যাব-৭ এর অভিযান, ৪৪ কেজি গাজাসহ দুইজনকে আটক করেছে র্যাব। বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসদরের কালিবাড়ি এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে র্যাব সদস্যরা পিকআপের পেছনে থাকা কাঁচা সবজির আড়ালে লুকানো তিনটি চটের বস্তায় মোড়ানো ১১টি পলি ব্যাগ থেকে ৪৪ কেজি গাজা উদ্ধার করেন। এ সময় পিকআপের চালক ও হেলপারকে আটক করা হয়, তবে তাদের পরিচয় এখনও জানানো হয়নি।
প্রাথমিক তদন্তে জানা যায়, আটককৃতরা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সবজি লোড করে, গাজা আড়াল করে কক্সবাজারে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। র্যাব-৭ এর লে: কমান্ডার মোহাম্মদ তাওহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিকআপটিকে সন্দেহজনকভাবে তল্লাশি করে এই উদ্ধার অভিযান চালানো হয়।
এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং পরে জানানো হবে বলে জানানো হয়েছে।