নকলের সময় মোবাইলসহ আটক ঢাবি বাগছাস নেতা

ঢাবিতে পরীক্ষায় নকলের সময় মোবাইলসহ বাগছাস নেতা রিদম আটক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় নকল করার সময় মোবাইল ফোনসহ হাতেনাতে ধরা পড়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ক্রীড়া সেলের সহ-সম্পাদক নাইমুর রহমান রিদম। তিনি আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিভাগীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই চতুর্থ সেমিস্টারের ২০৬ নম্বর কোর্সের ফাইনাল পরীক্ষায় রিদম মোবাইল ফোন ব্যবহার করে উত্তর লিখছিলেন। এসময় কক্ষ পরিদর্শক তাকে নকল করতে দেখে তাৎক্ষণিকভাবে তার মোবাইল ও উত্তরপত্র জব্দ করেন।

রিদমের সহপাঠীরাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যোবায়ের এহসানুল হক জানান, ‘নকলের ঘটনায় তিনজন শিক্ষার্থীর বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে। বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় ও শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *