ডবলমুরিংয়ে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, শ্রমিক লীগসহ ৮ নেতা গ্রেপ্তার


চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতৃত্বে ঝটিকা মিছিল করার অভিযোগে শ্রমিক লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৮ নেতাকে গ্রেপ্তার করেছে সিএমপির ডবলমুরিং থানা পুলি

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের বিপরীত পাশে ডেবার দক্ষিণপাড় গলির মুখে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—মো. জাফর ওরফে সানজিদ, বাহারুল হোসেন রকি, মো. পিয়াস, মো. আল আমিন শেখ, মো. আমির হোসেন বাচ্চু ও মো. রাব্বী। তারা সবাই নগরীর ডবলমুরিং এলাকার বিভিন্ন জায়গার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করছিল এবং সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসেবে এ কর্মকাণ্ডে যুক্ত ছিল।

ঘটনার পর ডবলমুরিং মডেল থানায় মামলা (নং-১০) দায়ের করা হয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) অনুযায়ী তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি বাবুল আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *