রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ২০ বছর বয়সী শাহ আলম নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চাপাতিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফয়সাল ও মো. সেলিম।
পুলিশ জানায়, কিছুদিন ধরে ক্যাম্পের দুই গ্রুপ—‘পিচ্চি রাজা’ এবং ‘বুনিয়া সোহেল’—মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বে ছিল। আজ সকালে সেই দ্বন্দ্বের জেরেই সংঘর্ষের ঘটনাটি ঘটে, যার ফলে একজনের মৃত্যু হয়। ক্যাম্পের বাসিন্দাদের দাবি, সংঘর্ষের সময় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে গতকাল রোববার রাতে ককটেল বিস্ফোরণে এক নারী আহত হন। স্থানীয়রা জানান, পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর শান্তি ফিরে আসে, কিন্তু তাদের চলে যাওয়ার পর আবারও সংঘর্ষ শুরু হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, মাদক বিক্রি এবং ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল, যার ফলে একজন প্রাণ হারিয়েছেন। তিনি আরও বলেন, নিহত ব্যক্তি ‘বুনিয়া সোহেল’ গ্রুপের সদস্য ছিলেন এবং ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, ২০২৪ সালে রাজনৈতিক অস্থিরতার সময়ে ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বেশ কয়েকটি সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছিল। জামিনে মুক্ত হওয়া মাদক ব্যবসায়ীরা বর্তমানে পুনরায় অপরাধে জড়াচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার রাতে পাক্কা ক্যাম্পে চুয়া সেলিমের বাসার সামনে এক বিয়ের অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণে দুজন আহত হন। তাদের দাবি, বুনিয়া সোহেল নিজেই ঘটনাস্থলে ককটেল ফাটিয়ে চলে যান। এরপর থেকেই ক্যাম্পের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও সহিংসতা অব্যাহত রয়েছে।