জঙ্গি দমন অভিযানে হত্যা: সাবেক আইজিপিসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

২০১৬ সালে গাজীপুরের পাতারটেকে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় কাউন্টার টেররিজম ইউনিট পুলিশের সহায়তায় একটি অভিযানে অংশ নেয়। অভিযানে সাতজন নিহত হন। ঘটনার পর নিহতদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে প্রচার চালানো হয়।

মামলার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে।

গ্রেপ্তারি পরোয়ানায় অভিযুক্ত অন্যরা হলেন: গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ, ঢাকা মহানগর পুলিশের সিটিটিসির সাবেক প্রধান মনিরুল ইসলাম, বগুড়ার তৎকালীন এসপি ও একজন এএসপি।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণকে কেন্দ্র করে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) গোয়েন্দা নজরদারি শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *