চট্টগ্রামের সাতকানিয়ায় মাসিক কিস্তির টাকা ব্যাংকে নিয়ে যাওয়ার সময় গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তার কাছ থেকে তিন লাখ টাকা ও একটি আইফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকিরহাট বাজারের কাছাকাছি চৌধুরী পাড়া মোড়ে এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার গ্রামীণ ব্যাংক সাতকানিয়া কাঞ্চনা শাখার কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী।
জানা গেছে, অভি চৌধুরী মাসিক কিস্তি সংগ্রহ শেষে সিএনজি চালিত অটোরিকশায় ব্যাংকে ফিরছিলেন। তখন যাত্রীবেশে অটোরিকশায় বসা তিন অজ্ঞাত ছিনতাইকারী তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গলায় ছুরি ধরে তিন লাখ টাকা ও তার আইফোন ছিনিয়ে নেয়। এরপর তাকে অটোরিকশা থেকে ফেলে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ঘটনায় সোমবার রাতে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয় এবং পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।