গুলশানে চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত এক নেতা গ্রেপ্তার হয়েছেন

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবির ঘটনায় বহিষ্কৃত ছাত্রনেতা জানে আলম ওরফে অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার সকালে রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক” পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় জানে আলম সরাসরি জড়িত।

১৭ জুলাই আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম স্থগিত) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে নিজেদের আন্দোলনের নেতা পরিচয় দেন আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদসহ কয়েকজন। তাঁরা শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন তিনি তাদের ১০ লাখ টাকা দেন। পরে আরও টাকা আনতে গেলে পুলিশ রাজ্জাকসহ পাঁচজনকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছেন—ইব্রাহিম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও এক অপ্রাপ্তবয়স্ক কিশোর।

ঘটনার পর সিদ্দিক আবু জাফর গুলশান থানায় মামলা করেন। এজাহারে গ্রেপ্তার হওয়া পাঁচজন ছাড়াও অপু (জানে আলম) নামের একজন ও আরও ১০–১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

পুলিশ চারজন প্রাপ্তবয়স্ক আসামিকে সাত দিনের রিমান্ডে নিয়েছে এবং অপ্রাপ্তবয়স্ক কিশোরকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

এছাড়া, বুধবার ডিএমপির এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজ্জাকের পশ্চিম রাজাবাজার এলাকার ভাড়া বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চেকগুলো নেওয়া হয়েছিল রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের ব্যবসা প্রতিষ্ঠান ‘ট্রেড জোন’ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *