এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ভিডিও ধারণ করায়’ গাজীপুরে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে একদল লোক।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে নগরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বাসন থানার ওসি শাহীন খান।
নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “তুহিন রাত সোয়া ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন লোক তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে সবার সামনে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় বলে ওসি শাহীন খান জানান।
কেন কীভাবে এই হত্যাকাণ্ড ঘটল জানতে চাইলে গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলের কাছেই এক নারীকে এক ব্যক্তি মারধর করে। পরে ওই ব্যক্তির ওপর চাপাতি নিয়ে হামলা করে একদল লোক।
সাংবাদিক তুহিন সেই ঘটনার ভিডিও ধারণ করেছিলেন জানিয়ে পুলিশ কর্মকর্তা রবিউল বলেন, “ওরা নিষেধ করেছিল, তুহিন শোনেননি। পরে যখন সে চায়ের দোকানে গিয়ে বসেছিল, ওই লোকগুলো তার ওপর হামলা করে।”
প্রাথমিকভাবে স্থানীয়রা বলছিলেন, চাঁদাবাজি নিয়ে ফেইসবুকে লাইভ করার পর তুহিনের ওপর হামলা হয়। তবে তার ফেইসবুক পেইজে চাঁদাবাজি নিয়ে কোনো লাইভ পাওয়া যায়নি।
তার ফেইসবুকে সবশেষ রাত ৮টার দিকে পোস্ট করা একটি ভিডিও দেখা যায়। সেখানে তিনি লিখেছেন– ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা’।
এ বিষয়ে প্রশ্ন করলে উপ কমিশনার রবিউল ইসলাম বলেন, চাঁদাবাজির কোনো ভিডিও বা ওইরকম কোনো ঘটনার প্রমাণ তারাও পাননি।
পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, “কাল সকালের মধ্যে আশা করি ভালো একটা সংবাদ দিতে পারব।”