কর্ণফুলী থানা কর্তৃক নিষিদ্ধ দলের সদস্যদের বাসা ভাড়া না দেওয়ার জন্য মাইকিং

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাসা ভাড়া দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। থানা-পুলিশের পক্ষ থেকে আজ বুধবার বিকেলে মইজ্জ্যারটেক এলাকায় মাইকিং করে জানানো হয় যে, নতুন ভাড়াটিয়া বাসা ভাড়া নিতে চাইলে তাদের ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস থানায় জমা দিতে হবে।

মাইকিংয়ের সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে একজন ব্যক্তি এই বার্তা প্রচার করেন। তিনি বলেন, “কর্ণফুলী থানা এলাকায় কোনো নিষিদ্ধঘোষিত দলের সদস্যকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কেউ নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হন, তাহলে সেই বাড়ির মালিককেও সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে।”

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ প্রথম আলোকে জানিয়েছেন, এটি সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত সব সংগঠনের সদস্যদের জন্য প্রযোজ্য। তবে নির্দিষ্ট কোনো দলের নাম উল্লেখ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *