এসিল্যান্ডদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যদি তারা সরকারি দায়িত্ব পালনে অবহেলা বা অনীহা প্রদর্শন করে

ভূমি মন্ত্রণালয় ২০২৫ সালের নতুন “সহকারী কমিশনার (ভূমি) পদায়ন নীতিমালা” প্রকাশ করেছে। এই নীতিমালায় বলা হয়েছে, কর্মস্থলে অনিয়ম বা সরকারি দায়িত্বে অবহেলা দেখালে এসিল্যান্ডদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ৪ আগস্ট (সোমবার) ভূমি মন্ত্রণালয় এই নীতিমালার পরিপত্র জারি করেছে।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, কর্মস্থলে কোনো ধরনের অনিয়ম, অনৈতিকতা বা সরকারি দায়িত্ব পালনে অনীহা দেখা দিলে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, সহকারী কমিশনার (ভূমি) পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নীতিমালায় আরও বলা হয়েছে, সহকারী কমিশনার (ভূমি) পদে সাধারণত ২ বছরের জন্য পদায়ন করা হবে এবং প্রথম পদায়ন জেলা সদর ও রাজস্ব সার্কেলের বাইরে ‘খ’ ও ‘গ’ শ্রেণির উপজেলায় করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *