শিবিরকে অভিনন্দন জানিয়ে দেওয়া পোস্ট মুছে ফেলেছে পাকিস্তান জামায়াত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঐতিহাসিক বিজয়ে জামায়াত-ই-ইসলামের পাকিস্তানি আমির হাফিজ নাঈমুর রহমান অভিনন্দন জানিয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) তার বক্তব্য সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হলেও, কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেলা হয়।

উর্দূ ভাষায় লেখা ওই পোস্টে হাফিজ নাঈমুর রহমান বলেন, “বাংলাদেশে একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী জমিয়াতে তালাবা (ছাত্রশিবির) বিপুল ব্যবধানে জয় লাভ করেছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরো প্যানেল বিজয়ী হলো।”

তিনি আরও বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অন্যান্য প্যানেলগুলো একত্রে ভারতপন্থি শক্তির সমর্থন পেয়েছিল, তবুও শিক্ষার্থীরা শিবিরকে জয়ী করেছে। আমি ছাত্রশিবিরের এই বিজয়ে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আল্লাহর ইচ্ছায় এই বিজয় ছাত্র-যুবসমাজের অধিকার আদায়ের সংগ্রামকে ত্বরান্বিত করবে এবং ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে মুক্তি এনে দেশের উন্নয়ন ও অগ্রগতির নতুন দিগন্ত রচনা করবে।”

এছাড়া, তিনি নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারেরও প্রশংসা করেছেন এবং বলেন, “গণতন্ত্রের নার্সারি হিসেবে পরিচিত ছাত্রসংসদ নির্বাচন প্রতিকূল পরিস্থিতিতেও স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *