লেবার পার্টি বাংলাদেশ ১২–দলীয় জোট থেকে বের হয়ে নতুন রাজনৈতিক দল ‘ইউনাইটেড লিবারেল পার্টি (ইউএলপি)’ গঠন করেছে। যদিও জোটের নেতারা নতুন দলটিকে স্বাগত জানিয়েছেন, তবে তারা এভাবে দল ভাঙার সংস্কৃতিকে দেশের রাজনীতির জন্য শুভঙ্কর মনে করেননি।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নতুন দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান হয়। লেবার পার্টি বাংলাদেশের মহাসচিব আমিনুল ইসলামের নেতৃত্বে এই নতুন দল গঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বাংলাদেশের রাজনীতি একতার অভাবে দুর্বল হয়ে পড়েছে এবং দল ভাঙার এই ধারা দেশ ও রাজনীতির জন্য ইতিবাচক নয়। তবে তিনি নতুন দলটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, লেবার পার্টি অনেকবার ভেঙেছে, তবে নতুন নাম নিয়ে আত্মপ্রকাশ করাটা একটি ইতিবাচক পদক্ষেপ।
মোস্তফা জামাল হায়দার আরও বলেন, দেশের রাজনীতিতে ষড়যন্ত্র এখনও চলছে এবং নির্বাচন বানচালের চেষ্টা অব্যাহত রয়েছে। আগামী শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১২–দলীয় জোটের সাথে বৈঠক করবেন বলেও তিনি জানান।
১২–দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা নতুন দলটির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে বলেন, এই দল রাজনীতির মাঠে সঠিক অবস্থান নিতে সক্ষম হবে। তিনি বলেন, ৫ আগস্ট না এলে অনেক দলের মতো ইউএলপিরও আত্মপ্রকাশ সম্ভব হতো না।
এহসানুল হুদা তার বক্তব্যে জুলাই ঘোষণাপত্রে মোস্তফা জামাল হায়দারের মতো নেতাদের স্থান না দেওয়া নিয়ে সমালোচনা করেন এবং বৈষম্যের অভিযোগ তোলেন।
ইউএলপির চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, তিনি ১২–দলীয় জোটের সদস্য হিসেবে থাকবেন এবং তার কোনো কর্মকাণ্ড জোটের সিদ্ধান্তের বাইরে হবে না।
অনুষ্ঠানে ইউএলপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়, যেখানে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে মো. হুমায়ুন কবির, সহসভাপতি হিসেবে শওকত হোসেন চৌধুরী, ফেরদৌস, মুফতি আবদুল্লাহ এবং ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মো. আশরাফুল আলম সৈকত নাম ঘোষণা করা হয়।