বগুড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রিজভী: “শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত করার নায়ক তারেক রহমান”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তারেক রহমানের অবদান অতুলনীয়। তিনি বলেন, “শেখ হাসিনার ভয়ংকর রক্তপিপাসু আওয়ামী ফ্যাসিবাদকে বিতাড়িত করার প্রধান কৃতিত্ব তারেক রহমানের।” রিজভী আরও দাবি করেন, জুলাই-আগস্ট আন্দোলনে সাধারণ জনগণের ব্যাপক সমর্থন ছিল এবং এটি একক কোনো দলের কাজ নয়।

তিনি বলেন, “আমরা কি শুধু ললিপপ খাচ্ছিলাম? এই আন্দোলনে দেশের সকল স্তরের মানুষের অবদান রয়েছে।” এছাড়া, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের বিষয়ে মন্তব্য করে রিজভী বলেন, “এমন অপপ্রচার চালানো হচ্ছে যাতে বিএনপির সম্পর্ক ভারতের সঙ্গে জড়িয়ে দেওয়া যায়, কিন্তু বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী দল।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

তিনি আরও বলেন, “বিএনপি কখনোই প্রভু দেশের তল্পিবাহক রাজনীতি করেনি এবং করবে না। আমাদের দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।” তিনি সতর্ক করেন, গণতন্ত্রবিরোধী গোষ্ঠী আগামী নির্বাচনে বিএনপিকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে, তবে জনগণের শক্তির কাছে তাদের কোনো ষড়যন্ত্রই টিকবে না।

এছাড়া, ডাকসু নির্বাচন নিয়ে রিজভী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি অবাধে ভোট দিতে পারে, তবে ছাত্রদল প্যানেলই জয়ী হবে। ছাত্রদল আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের দল।”

এর আগে দুপুরে রিজভী জেলা মৎস্যজীবী দলের আয়োজনে শহরের ডিসি পার্ক করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন।

এছাড়া, সভায় বিএনপির জেলা সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, এবং দলের অন্যান্য নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *