নতুন সংবিধানের প্রস্তাবনা না হলে জুলাই সনদ ব্যর্থ হবে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদ যদি আইনি ভিত্তি না পায় এবং যথাযথভাবে বাস্তবায়ন না হয়, তবে এটি জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হবে। তিনি আরও বলেন, “যদি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের প্রস্তাবনা কমিশন না জানায়, তবে জুলাই সনদ ব্যর্থ হবে।”

আজ শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলের পর্যবেক্ষণ জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন আখতার হোসেন। তিনি বলেন, “ব্যর্থ কোনো সনদে এনসিপি সই করার কোনো অর্থ নেই।”

আখতার হোসেন আরও বলেন, কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) এর প্রস্তাবনা থেকে সরে এসেছে এবং ঐকমত্যের স্বার্থে এনসিপি পরিবর্তিত প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে। তিনি দাবি করেন, “যে সিদ্ধান্তগুলো কমিশন নিয়েছে, সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।”

নতুন সংবিধানের প্রয়োজনীয়তা তুলে ধরে এনসিপির সদস্যসচিব বলেন, “নতুন সংবিধান প্রবর্তিত হলে সেটি আর কোনো আদালত চ্যালেঞ্জ করতে পারবে না।” তিনি প্রশ্ন তোলেন, “বিএনপি সংস্কার প্রস্তাবনাগুলো কতটা গ্রহণ করবে?” এবং রাজনৈতিক দলগুলোর প্রতি একমত হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *