শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসী, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি বাণী দিয়েছেন। বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।’
তারেক রহমান আরও বলেন, ‘বাংলাদেশে ঐতিহ্যগতভাবে সকল ধর্মাবলম্বী মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। এটি আমাদের সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। শরতে কাশফুল আর শীতের আভাস দুর্গাপূজার উৎসবের বার্তা নিয়ে আসে। উৎসব অন্ধকার থেকে আলোর উদ্ভাসনের প্রতীক।’
তিনি দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নিরাপদে, আনন্দ ও উৎসাহে উৎসব উদযাপন করুন এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করি— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা সকল নাগরিকের অধিকার।’
তারেক রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, উৎসবের মাধ্যমে আমাদের ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মাঝে বন্ধুত্ব, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের সম্পর্ক আরো দৃঢ় হয়। আমাদের সংবিধান এবং রাষ্ট্র প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে। এই দায়িত্ব পালন করা রাষ্ট্রের মূল কর্তব্য।’
তিনি আরও বলেন, ‘পবিত্র হাদিসেও বলা হয়েছে— যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমদের নিপীড়ন করে, তার বিরুদ্ধে কেয়ামতের দিনে আমার (নবী) বিচার হবে। এজন্য আমাদের দায়িত্ব, সকল নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করা।’
শেষে, তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সকল নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখা উচিত। যেকোনো অপচেষ্টা, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট কিংবা নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, সেসব বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাই।’