প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আন্দোলন চলাকালে বুধবার (২৭ আগস্ট) ঢাকা শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়। সংঘর্ষের সময় পুলিশের ধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্যে আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানায়, আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-১৯৭৬ অনুযায়ী নিষিদ্ধ এলাকায় সভা-সমাবেশ আয়োজনের বিধিনিষেধ অমান্য করে শাহবাগ মোড়ে সমাবেশ শুরু করেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা রাস্তা দখল করে সমাবেশ শুরু করেন এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন।
পুলিশ বারবার তাদের রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করলেও তারা তা অগ্রাহ্য করে এবং দুপুর দেড়টার দিকে বেআইনি সমাবেশ নিয়ে যমুনার দিকে রওনা দেয়। এ সময় পুলিশের বাধায় উত্তেজনা বৃদ্ধি পায় এবং শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ বাধ্য হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
ডিএমপি জানায়, সংঘর্ষের মধ্যে রমনা জোনের ডিসি মাসুদ আলম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার রেজোয়ানুল ইসলাম, এসআই তৌহিদুল ইসলাম, এএসআই ফরহাদ আলী, কনস্টেবল আদিব, কনস্টেবল আমিনুল ইসলাম, এবং কনস্টেবল শ্রাবণ আহত হন। তাদের মধ্যে তৌহিদুল ইসলাম ও আদিবের অবস্থা গুরুতর। আহত পুলিশ সদস্যরা বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়, জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে বারবার অনুরোধ করা সত্ত্বেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, যা জনগণের জন্য বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি করেছে।