জামায়াতসহ সাত দল চায় নির্বাচনের আগে গণভোট

জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছে যুগপৎ আন্দোলনে নামা সাতটি দল। তারা সরকার এবং উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছে, একটি দলের পক্ষে কাজ করছে প্রশাসন এবং নির্বাচন কমিশন।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার রাজধানীর সায়েদাবাদ থেকে গাবতলী পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিসসহ ৭ দল। বিভাগীয় শহরগুলোতে একই কর্মসূচি পালন করা হয়। আজ বুধবার সব জেলা শহরে হবে মানববন্ধন। জামায়াত, ইসলামী আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। অন্য দলগুলো পিআর পদ্ধতিতে চায় উচ্চকক্ষ গঠন। 

মৎস্য ভবন মোড়ে জামায়াতের মানববন্ধনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। নির্বাচনের আগে গণভোট দাবি করে ডা. তাহের বলেন, যারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় না, তারা নির্বাচনের আগে গণভোট চায় না। যারা এক দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করতে চায়, তাদের উদ্দেশ্য খারাপ। কারণ গণভোটে জুলাই সনদ পাস হলে নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আসবে। নতুন ব্যবস্থায় তারা ভোট চুরি, কেন্দ্র দখল করতে পারবে না। ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না। 
মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মানববন্ধনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা আব্দুল হালিম প্রমুখ বক্তব্য দেন। 

আগে গণভোট চায় চরমোনাই পীরের দল 
জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের তপশিলের আগে গণভোট চায় চরোমানাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। গতকাল রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে মানববন্ধনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের আগে আইনি ভিত্তি নির্ধারণ করা না হলে জুলাই সনদ গুরুত্বহীন হয়ে যাবে। জাতীয় নির্বাচনও সংকটাপন্ন হওয়ার শঙ্কা তৈরি হবে।
বিএনপির প্রতি ইঙ্গিত করে আতাউর রহমান বলেন, নির্বাচন কমিশন একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। বর্তমান নির্বাচন কমিশন অতীতের মতোই। একটি দলকে ক্ষমতায় নিতে কারসাজি করছে। সংবিধানের দোহাই দিয়ে যেনতেন নির্বাচনের দিকে যাওয়া যাবে না। 
মানববন্ধনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাউয়ুম প্রমুখ।

ভোটের আগে সনদ চায় দুই খেলাফত 
নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করেছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এবং আবুল বাছেত আযাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিস মানববন্ধন করে দৈনিক বাংলা মোড়, যাত্রাবাড়ী, আসাদগেট ও টেকনিক্যাল মোড়ে। বায়তুল মোকাররমের সামনে মানববন্ধন করে খেলাফত মজলিস। 
দৈনিক বাংলা মোড়ের বাংলাদেশ খেলাফতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা রাকীবুল ইসলামের সভাপতিত্বে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, জুলাই সনদ জাতির চেতনার প্রতীক। এটি বাস্তবায়িত হলে দেশ ন্যায়, নীতি ও সমতার পথে অগ্রসর হবে। 
বাংলাদেশ খেলাফতের মহাসচিব জালালুদ্দিন আহমাদ বলেন, জুলাই সনদ জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করবে। তাই এর দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। জনগণের দাবি উপেক্ষা করা হলে বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *