দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দেশি ও বিদেশি ষড়যন্ত্র চলছ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। এই ষড়যন্ত্র মোকাবেলায় তিনি সবাইকে রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১২ দলীয় জোট আয়োজিত ‘আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্ত রুখে দাও’ শীর্ষক সমাবেশে এসব কথা বলেন তিনি।
ডা. জাহিদ বলেন, “আমরা গণতন্ত্রের পথে চলতে চাই, কিন্তু সেখানে প্রতিবন্ধকতা তৈরি করছে একটি চক্রান্তচক্র—যারা দেশি-বিদেশি মদদপুষ্ট। তাই আমাদের আজ শপথ নিতে হবে, ঐক্যবদ্ধ থেকে রাজপথে থেকেই এসব ষড়যন্ত্র প্রতিহত করব।”
তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা কী হবে, তা ৩১ দফা কর্মসূচির মাধ্যমে বিএনপি ও অন্যান্য গণতন্ত্রপন্থী দল জুলাই মাসে ঘোষণা করেছে। এতে স্বাস্থ্য, কৃষি, আইনের শাসন, প্রশাসন, এবং জনগণের মৌলিক চাহিদা পূরণের স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।
এই রূপরেখার ভিত্তিতে এমন একটি সরকার গঠনের কথা বলা হয়েছে, যেখানে সুশাসন থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং অপরাধীরা শাস্তি পাবে—নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না।
ডা. জাহিদ হোসেন বলেন, “আমরা এমন একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব, যেখানে ফ্যাসিবাদ ও তার দোসররা কোনোভাবেই প্রবেশ করতে পারবে না।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন—১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, আহসান হাবিব লিংকন, লায়ন ফারুক রহমান, শামসুদ্দিন পারভেজ, আবুল কাশেম ও আবদুল করিমসহ জোটের অন্যান্য নেতারা।