খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শিমুল বিশ্বাস দৈনিক দিনকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক।

তার ছেলে নিপুন বিশ্বাস জানান, সোমবার পাবনা থেকে ঢাকায় আসার পথে শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে পড়েন এবং সেদিনই তাকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার ফুসফুসে সমস্যা থাকায় শ্বাসকষ্ট এবং ঘুমের সমস্যা দেখা দেয়। ডাক্তার দ্রুত পরীক্ষা করে চিকিৎসা শুরু করেছেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তার চিকনগুনিয়া ও অন্যান্য রোগের পরীক্ষাও করা হয়েছে।

নিপুন বিশ্বাস আরও জানান, চিকিৎসকরা শিমুল বিশ্বাসের সঙ্গে পরিবারের সদস্য ছাড়া অন্য কাউকে সাক্ষাৎ না করার জন্য নির্দেশ দিয়েছেন এবং তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এদিকে, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানায়, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান শিমুল বিশ্বাসের দ্রুত সুস্থতার জন্য জেলা, মহানগর, ইউনিয়ন ও আঞ্চলিক কমিটিগুলোকে দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছেন। তারা শিমুল বিশ্বাসের রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *