ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের বক্তব্য: বিদেশি প্রভাবের বিরুদ্ধে সংগ্রামের আহ্বান

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “এখন আবার নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চলছে, দিল্লিতে বৃষ্টি পড়লে এ দেশে ছাতা ধরার চেষ্টা হচ্ছে। বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে, কিন্তু দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না।”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে ঢাকা-৬ (সূত্রাপুর-গেন্ডারিয়া-কোতোয়ালি) আসনে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম আরও বলেন, “স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করেছে তারা বারবার দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে, গুম-খুনের রাজ্যে পরিণত করেছে এবং বিশ্বের দরবারে লজ্জাজনক অবস্থায় উপস্থাপন করেছে। তবে অতিষ্ঠ জনগণ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।”

তিনি আরও বলেন, “দেশের মানুষ এখন ইসলামের সৌন্দর্যের ওপর আস্থা রাখতে চায়। তাই আসুন, ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করি।”

গণসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সূত্রাপুর থানা সভাপতি মো. মানোয়ার খান। তিনি উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীককে বিজয়ী করতে ঢাকা-৬ আসনের জনগণকে ভোট দিতে হবে।”

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব প্রকৌশলী কেএম আতিকুর রহমান, কেএম শরীয়াতুল্লাহ, ডা. মুহাম্মাদ শহিদুল ইসলাম প্রমুখ।

এসময় পীর সাহেব চরমোনাই ঢাকা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মানোয়ার খানকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *