আর যেন কেউ হাসিনা হয়ে ওঠার সাহস না পায়

জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব তার প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি স্বস্তি প্রকাশ করেন।

পোস্টে তিনি লিখেছেন—
“খুনি ফ্যাসিস্ট হাসিনার বিচার সত্যি সত্যি আমাদের চোখের সামনে হচ্ছে। এইটুকুই অনেক বড় শান্তি। আর কেউ যেন কখনো এই দেশে হাসিনা হয়ে ওঠার সাহস না পায়।”

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রায় ১,৪০০ মানুষের প্রাণহানি এবং ২৫ হাজারের বেশি মানুষ আহত হওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়। এই আলোচিত মামলার রায় ঘোষণার দিন আজই।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, ১৭ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *