ঢাকায় আরেকটি জাপানি সিনেমা

জাপানি অ্যানিমেশন সিরিজের জনপ্রিয়তা বিশ্বব্যাপী এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। অ্যানিমেশনের জগতে একের পর এক চমক উপহার দিচ্ছে জাপান। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসল’ সিনেমাটি যেন ইতিহাসই বদলে দিয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ১০ বিলিয়ন ডলার। জাপানি চলচ্চিত্রের ইতিহাসে এটি সবচেয়ে দ্রুত ১০ বিলিয়ন স্পর্শের ঘটনা। বাংলাদেশেও ছবিটি বিপুল সাড়া ফেলে।

গেল মাসে স্টার সিনেপ্লেক্সে মুক্তির পর দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই সাফল্যের রেশ না কাটতেই আবারও একটি নতুন জাপানি অ্যানিমেশন ছবি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। নাম ‘চেইনসো ম্যান: দ্য মুভি-রেজ আর্ক’। এটি জনপ্রিয় মাঙ্গা সিরিজ চেইনস ম্যান-এর ওপর ভিত্তি করে নির্মিত একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা।

সিনেমাটি পরিচালনা করেছেন তাতসুয়া ইয়োশিহারা, যিনি টিভি সিরিজের প্রথম সিজনে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন এবং চতুর্থ ও দশম পর্ব পরিচালনা করেছিলেন। ছবিটি জাপানে মুক্তি পেয়েছে গত ১৯ সেপ্টেম্বর, আর আন্তর্জাতিকভাবে এটি মুক্তি পেতে যাচ্ছে ২৪ অক্টোবর।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি দেবে স্টার সিনেপ্লেক্স। ইতোমধ্যেই জাপানে টানা চার সপ্তাহ ধরে বক্স অফিসে শীর্ষে রয়েছে ছবিটি। মুক্তির প্রথম সপ্তাহেই এর আয় ছুঁয়েছে প্রায় এক বিলিয়ন ডলার। ‘চেইনসো ম্যান: দ্য মুভি-রেজ আর্ক’-এর গল্পে রয়েছে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা ও নিজের পরিচয়ের টানাপোড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *