জেনি আবারও বিলবোর্ডের তালিকায়

আবারও বিলবোর্ডের ‘হট ১০০’ তালিকায় জায়গা করে নিলেন ব্ল্যাকপিংক তারকা জেনি। তালিকায় ৯৬তম স্থানে রয়েছে তাঁর একক গান ‘লাইক জেনি’।

এর মধ্যে কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালে গেয়েছেন জেনি। ফেস্টিভ্যাল থেকে ফিরেই সুখবরটি পেলেন তিনি।

গত ৭ মার্চ ‘রুবি’ অ্যালবামের গানটি প্রকাশিত হয়েছে। প্রকাশের পরপরই গানটি তালিকার ৮৩তম স্থানে ছিল। গানটি ‘বিলবোর্ড ২০০’ তালিকায়ও ছিল।

জেনির জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ায়, মাঝখানে বছর পাঁচেক নিউজিল্যান্ডে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে ২০১০ সালে দক্ষিণ কোরিয়ায় ফিরে আসেন জেনি। ২০১৬ সালে নাম লেখান ব্ল্যাকপিংকে।

মাত্র সাত বছরের ক্যারিয়ারে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য জেনি; গানের বাইরে অভিনয়েও তাঁর অভিষেক ঘটেছে।

ব্ল্যাকপিংক সদস্যরা বর্তমানে বিরতিতে রয়েছেন। প্রায় এক বছর পাঁচ মাসের বিরতি ভেঙে শিগগিরই ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে ব্যান্ডটি।

২০১৬ সালের ৮ আগস্ট যাত্রা করে চার সদস্যের ব্ল্যাকপিংক। এই সময়ের মধ্যেই বহুভাষী পারফরম্যান্স দিয়ে দেশের সীমানা পেরিয়ে তারা যুক্ত হচ্ছে নানা দেশের নানা বয়সের ভক্তদের সঙ্গে। জিসু, জেনি, রোজ আর লিসার দুর্দান্ত কণ্ঠ আর আকর্ষণীয় মঞ্চ উপস্থিতি অগণিত ভক্তকে টেনেছে ব্ল্যাকপিংকের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *